মেট গালার ব্লু কার্পেটে অভিষেকের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত লুকে দেখা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রাজকীয় রূপে হাজির হন ‘পাঠান’ তারকা।
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি পোশাক পরে দেখা দেন শাহরুখ। এ ডিজাইনার শাহরুখের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কালো রঙের লম্বা কোট পরে, হাতে লাঠি নিয়ে আইকনিক পোজ দেন এই তারকা। এ লুকে প্রিয় তারকাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।
শাহরুখ খানের পোশাকের বিস্তারিত জানিয়েছেন সব্যসাচী মুখার্জি। তিনি জানান, শাহরুখ খান পায়ের গোড়ালি পর্যন্ত কালো রঙের লম্বা কোট পরেছিলেন। এটি তাসমানিয়ার চমৎকার ওল দিয়ে তৈরি। তাতে মনোগ্রাম করা এবং জাপানিজ বাটন ব্যবহার করা হয়েছে। পোশাকটি হাতে তৈরি করা হয়েছে।
পোশাকটির বুকের অংশে ভি-কাট, পিক কলার এবং প্রশস্ত ল্যাপেল রয়েছে। ক্রেপ ডি চীন সিল্ক শার্ট এবং চমৎকার ওলের তৈরি ট্রাউজার দর্জি দিয়ে প্রস্তুত করা হয়। একটি প্লিটেড সাটিন কোমরবান্ধা শাহরুখের বিশেষ লুকটিকে পূর্ণতা দিয়েছে। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা।
মেট গালার গালিচায় হাজির হয়ে উপস্থিত গণমাধ্যমে শাহরুখ খান বলেন, “আমি ইতিহাস তৈরির কথা জানি না, তবে অত্যন্ত নার্ভাস এবং উচ্ছ্বসিত। আমার ডিজাইনার সব্যসাচী আমাকে এখানে আসতে রাজি করিয়েছেন। আমি খুব বেশি লাল গালিচায় হাঁটিনি, আমি খুব লাজুক। আমার জন্য এটি প্রথম, তবে অসাধারণ!”
সব্যসাচীকে উদ্দেশ্য করে শাহরুখ খান বলেন, “সব্যকে বলেছিলাম, আমি কেবল কালো এবং সাদা রঙের পোশাক পরি। কিন্তু তিনি আমার জন্য যা ডিজাইন করেছেন, যে পোশাকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মনে হয়, এমনই হওয়া উচিত।”
মেট গালায় যোগ দিতে শাহরুখকে উৎসাহিত করে তার সন্তানেরা। এ তথ্য উল্লেখ করে ‘জওয়ান’ তারকা বলেন, “আমার ছোট বাচ্চারা মেট গালা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আমি জানি না, এখানে আসতাম কিনা। কিন্তু সব্য যখন এতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল, তখন তারা (বাচ্চারা) বলেছিল, ‘বাহ!”
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল