ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪২
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের নিয়ে আম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে প্রথমবারের মতো আম উদ্যোক্তাদের নিয়ে ‘আম সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা ইসমাইল খান শামীম।

শহীদুল হক হায়দারী শহিদ মিয়া জানান, নিরাপদ আম ও রপ্তানীযোগ্য আম উৎপাদন কৌশল, আম রপ্তানীর সমস্য ও সম্ভাবনা, আমের টেকসই ও লাভজনক বাজারব্যবস্থা, ই-কমার্স খাতে আম বিপণনের সম্ভাবনা, আমের গবেষনা ও উদ্ভাবনভিত্তিক উন্নয়ন আমেরে টেকসই প্রক্রিয়াজাতকরণ, মার্কেটপ্লেস উৎপাদন ও বায়ারদের সংযুক্তিকরণকে সামনে রেখে এই আম সম্মেলনের উদ্যোগ নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মুনজের আলম মানিক জানান, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য “আম” এর টেকসই উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ বাজারজাতকরণ ও বৈশ্বিক রপ্তানী সম্ভাবনা বিষয় এই সম্মেলনে গুরুত্ব পেয়েছে।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা ইসমাইল খান শামীম জানান, দেশ থেকে আম রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা, এবং শীততাপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বের দাবী জানান।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, আমের মৌসুম ছাড়াও কিভাবে সারাবছর আমের সম্প্রসারণ এবং বাজারজাত করা যায়, সে বিষয়কে সামনে রেখে কাজ শুরু হয়েছে। আর আমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমচাষি ও উদ্যোক্তাদের সাথে নিয়ে একযোগে কাঠামো উন্নয়নের কাজ হাতে নেয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ বলেন, উদ্যোক্তাদের নিয়ে এই সম্মেলনে দেশের বিশিষ্ট কৃষিবিদ, গবেষক, উদ্যোক্তা, রপ্তানীকারক, আমচাষী ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে গড়ে উঠবে এক জ্ঞানভিত্তিক ও বাণিজ্যিক মতবিনিময়ের মঞ্চ, যা ভবিষ্যতে আম সংশ্লিষ্টদের সুযোগ মিলবে বিভিন্ন সমস্যার সমাধান।

সম্মেলনে আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে। এই সম্মেলনে দেশের ৪৪ জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram