কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে রফিক আহমদ প্রকাশ মামুন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) ভোরে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মরহুম মনসুর আলমের ছেলে। অপর একটি সূত্র জানায়, মামুনকে কাছ থেকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অজ্ঞাত স্থান থেকে মামুনকে গুলি করে মারাক্কাঘোনা সড়কে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মামাতো ভাই মোহাম্মদ মোস্তফা জানান, গুলিবিদ্ধ মামুনকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।
মহেশখালী থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, মৃত্যুর পূর্বে বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তার কাছ থেকে প্রাথমিক জবানবন্দি পেয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার করতে পারলে আসল রহস্য বেরিয়ে আসবে।