কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের করেরগাও এলাকার একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) ভোর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি টিনের ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায় এবং পাশের দোতলা বিল্ডিংয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাড়ির মালিক সাইফুল ইসলাম গাজী বলেন, পূর্ব শত্রুতাবসত এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে একটি চক্র। আমার বিশ্বাস পূর্ব শত্রুতার জেরে রাতের বেলা আমার তিনটি ঘরে এক সাথে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। আমার থাকার মতো জায়গা নেই, রাতে কই থাকবো কি করবো। প্রশাসনের কাছে আমার দাবি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।