ঢাকা
২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৩:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

শৈশব থেকে সংবাদমাঠ: রাকিব চৌধুরীর স্বপ্ন ও সংগ্রাম

নিস্তব্ধ গ্রামের ভোরবেলা, শিশিরভেজা সবুজে ঢাকা মাঠ, বাতাসে গাছের ডালপালার মৃদু দোলসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ পরিবেশের মাঝেই বেড়ে ওঠেন এক চঞ্চল শিশু। চোখে ছিল ভবিষ্যতের বড় স্বপ্ন, মানুষের জন্য কথা বলা, সমাজের বাস্তবতার সত্যকে সামনে আনার অদম্য আগ্রহ ছিল তার মনে। সেই ছেলেটিই আজকের তরুণ সাংবাদিক রাকিব চৌধুরী।

শৈশবের পথচলা

রাকিবের শিক্ষার হাতেখড়ি টুঙ্গিপাড়া উপজেলার ৩২ নং চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বয়সে ছোট হলেও স্বভাব ছিল প্রাণোচ্ছ্বল-খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানেই সুযোগ পেতেন, সেখানেই নিজের উপস্থিতির ছাপ রেখে আসতেন। প্রাথমিকের সেই ছোট্ট পরিসরই তাকে শিখিয়েছে সাহস, শিখিয়েছে প্রতিযোগিতা, আর সবচেয়ে বড় শিক্ষা-নিজেকে বিশ্বাস করতে হলে প্রথমে কঠোর পরিশ্রম করতে হয়।

পরবর্তী অধ্যায় তারাইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এখানেও রাকিব নিজের পরিচিতি গড়েন পড়াশোনা আর সহশিক্ষা কার্যক্রমে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩.৭২ জিপিএ নিয়ে মাধ্যমিক পাস করেন তিনি। তারুণ্যের এ সময়েই ধীরে ধীরে লেখালেখির প্রতি আগ্রহ জন্মাতে শুরু করে।

করোনা-বিরতি পেরিয়ে এগিয়ে যাওয়া

উচ্চমাধ্যমিকে ভর্তি হন টুঙ্গিপাড়া সরকারি কলেজে। করোনার দীর্ঘ স্থবিরতা তার পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়ালেও তিনি থেমে থাকেননি। সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত পরীক্ষায় GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগে চান্স পেলেও বিষয়টি তার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিনি ফিরলেন পূর্বের কলেজেই।

এখন তিনি স্নাতক (অনার্স) পর্যায়ে অধ্যয়নরত। প্রথম ও দ্বিতীয় বর্ষে ফার্স্ট ক্লাস অর্জন করেছেন, আর তৃতীয় বর্ষের শেষ পরীক্ষা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি অরাজনৈতিক মূলক সংগঠন বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের একজন সদস্য এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার প্রতি জন্ম নেয়া টান

রাকিবের সাংবাদিক হওয়ার গল্প শুরু হয় খুব ছোটবেলায়। নিজের এলাকার ঘটনাগুলো লিখে পাঠাতেন স্থানীয় পত্রিকায়। কোনো সংবাদ প্রকাশিত হলে তা হয়ে উঠতো উৎসাহের প্রেরণা। ২০২০ সালে পড়াশোনা ফাঁকেই আনুষ্ঠানিকভাবে এই পেশায় পা রাখেন তিনি।

শুরুর সময়টাই ছিল সবচেয়ে কঠিন। স্থানীয় রাজনীতি, প্রভাবশালী গোষ্ঠীর চাপ, বিভিন্ন সামাজিক বাধা-সবকিছু মোকাবিলা করতে হয়েছে তাকে। তবুও রাকিব পিছপা হননি। গ্রামাঞ্চলের অনিয়ম, দুর্নীতি, ভুক্তভোগীদের গল্প, মাদকের বিরুদ্ধে-সত্যের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের পরিচয়।

পেশাগত যাত্রার বিস্তৃতি

সাংবাদিকতা ক্যারিয়ারের প্রথম ধাপ ছিল দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পত্রিকা নবধারা-তে বার্তা সম্পাদক হিসেবে। এরপর ২০২৪ সালে যোগ দেন দেশের শীর্ষ শিক্ষা-বিষয়ক ডিজিটাল নিউজ পোর্টাল দৈনিক শিক্ষা ডটকম–এ ঢাকায় স্টাফ রিপোর্টার হিসেবে। সেখানে সম্পাদক সিদ্দিকুর রহমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।

একইসঙ্গে তিনি প্রিন্ট সংস্করণ দৈনিক আমাদের বার্তা-তেও নিয়মিত সংবাদ পাঠিয়ে আসছেন। ঢাকায় প্রায় এক বছর দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি নিজ জেলার প্রতিনিধি হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস-এ কাজ করছেন। এর বাইরেও টানা তিন বছর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর গোপালগঞ্জ জেলা ক্যামেরাপার্সন হিসেবে কাজ করেছেন, যা তার সাংবাদিকতায় যুক্ত করেছে নতুন মাত্রা।

রিস্ক আর দায়িত্ব-১৬ জুলাইয়ের অভিজ্ঞতা

২০২৪ সালের ১৬ জুলাই রাকিবের জীবনের সাংবাদিকতা অধ্যায়ে যুক্ত হয়েছিল এক তীব্র, ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতা। এনসিপির লং মার্চকে কেন্দ্র করে সেদিন উত্তপ্ত হয়ে ওঠে পুরো গোপালগঞ্জ। পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠলেও রাকিব থামেননি-ক্যামেরা হাতে মাঠে নেমেছিলেন বাস্তবতার ছবি ধরতে।

হঠাৎই পরিস্থিতি দৌরাত্ম্যে রূপ নিলে তিনি রাবার বুলেটের আঘাত, টিয়ারশেলের ধোঁয়া এবং মাথায় সরাসরি আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থাতেও তিনি পেশাগত দায়িত্ব শেষ করার চেষ্টা চালান। এই ঘটনা তার পেশার প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর অটল দায়িত্ববোধের স্পষ্ট প্রমাণ।

পরিবার-অদম্য প্রেরণার উৎস

রাকিবের পারিবারিক গল্পও কম সংগ্রামের নয়। দিনমজুর কৃষক বাবা পরিবারের দায়িত্ব সামলে ছেলেদের পড়াশোনা করিয়েছেন নিজের কষ্টার্জিত অর্থে। মা ছিলেন ঘরের নীরব যোদ্ধা, যিনি প্রতিটি সিদ্ধান্তে ছেলের পাশে থেকেছেন। ছোট ভাই মালয়েশিয়ায় কনস্ট্রাকশনে কাজ করে পরিবারের ব্যয়ভার ভাগ করছে। দারিদ্র্য, সীমাবদ্ধতা ছিলো-কিন্তু পরিবারের ভালোবাসা, ত্যাগ আর সমর্থন ছিল রাকিবের বড় শক্তি।

স্বপ্নের সিঁড়িতে আজও আরোহণ

তরুণ সাংবাদিক রাকিব চৌধুরীর জীবন সংগ্রাম, পরিশ্রম ও সততার মিশ্র এক গল্প। তার বিশ্বাস-
“সাংবাদিকতা শুধু খবর পাঠানো নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম।”

নিজেকে আরও দক্ষ করে সমাজের কল্যাণে কাজ করতে চান তিনি। সত্য আর দায়িত্বের পথ ধরে এগিয়ে যাওয়াই তার অদম্য লক্ষ্য। পথটি সহজ নয়-তবু প্রতিদিন নতুন লড়াইয়ের মধ্য দিয়েই তিনি এগিয়ে নিচ্ছেন নিজের স্বপ্নের সিঁড়ি।

রাকিব চৌধুরী
বার্তা সম্পাদক, নবধারা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram