

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঠিকানা-বিহীন মানসিক ভারসাম্যহীন এক নারীর কন্যা সন্তান ফাতেমা জান্নাত তুবা জন্মের মাত্র ১৮ দিন পর পেলেন নিরাপদ আশ্রয় ও স্থায়ী স্নেহের পরিবার।
গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে স্টেশনে নবজাতকের জন্ম হওয়ার পর উপজেলা শিশু কল্যাণ বোর্ড ও বিরামপুর উপজেলা সমাজসেবা অফিস সার্বিক দায়িত্ব নেয় শিশুটির। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে অঙ্গীকারনামার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হয় একটি উপযুক্ত ও সচ্ছল পরিবারে।
শিশুটিকে গ্রহণ করেন মোঃ ইকবাল হোসেন, পিতা হারেছ উদ্দিন সরকার (পৌরসভা কলেজপাড়া, হোসেনপুর), সাবেক সেনা সদস্য এবং তার স্ত্রী মোছাঃ ছাবিনা আক্তার লিজা, পিতা মজিবর রহমান।
দম্পতির দুইটি পুত্র সন্তান থাকলেও একটি কন্যা সন্তানের দীর্ঘদিনের ইচ্ছা ছিল। মানবিক সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে তারা শিশুটির নামে ২২ শতক জমি লিখে দেন এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য ডিপোজিট অ্যাকাউন্ট খোলার অঙ্গীকার করেন। এছাড়া শিশুটিকে নিজের সন্তান হিসেবে পালনের পূর্ণ দায়িত্ব নেন তারা।
এর আগে নবজাতকটি ছিলেন দুধমা আমেনার কাছে। কিন্তু জন্মদাতা মা চিকিৎসাধীন অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সদস্যসচিব আব্দুল আউয়াল জানান, “শিশুটিকে নেওয়ার জন্য মোট পাঁচটি আবেদন আসে। সমস্ত দিক বিচার-বিশ্লেষণ করে, যাচাই-বাছাই শেষে এই পরিবারকে উপযুক্ত মনে করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ নভেম্বর দীর্ঘ আলোচনার পর ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।”
শিশুটিকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ড এর সদস্য সচিব আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

