ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

২২ ডিসেম্বরই নির্বাচন দেওয়ার দাবি 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২২ ডিসেম্বরেই আয়োজন করার দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল-ছাত্রঅধিকার-সাধারণ শিক্ষার্থী সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বরাবর এ স্মারকলিপি প্রদান করে তারা।

স্মারকলিপিতে বলা হয়, আমরা 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের পূর্বনির্ধারিত ভোটগ্রহণের তারিখ ২২ ডিসেম্বর এটির যেকোনো ধরনের পরিবর্তনের উদ্যোগ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি।

জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ, আগ্রহ ও অংশগ্রহণের প্রস্তুতি গড়ে উঠেছে, তা সময়সূচি পরিবর্তনের মাধ্যমে ব্যাহত হবে। তদুপরি, জরুরি পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হওয়ার সাথে সাথেই নির্বাচনী পরিবেশও উৎসবমুখরভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা সম্ভব-এটি পূর্ববর্তী বহু বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতায়ও প্রমাণিত।

ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল দাবি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ২২ ডিসেম্বর ২০২৫ কোন অবস্থাতেই পেছানো যাবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পন্ন করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে নির্বাচন আয়োজনে কোনো ধরনের বিলম্ব বা অনিশ্চয়তা সৃষ্টি না করতে অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি একেএম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন এটি। একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আগামী ২২ ডিসেম্বরই নির্বাচনের আয়োজন করতে হবে কোনো যদি, কিন্তু ছাড়াই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram