

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরার মহাকাশ রোড এলাকায় নকল সার ও কীটনাশক তৈরির একটি অবৈধ কারখানায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। এ সময় কারখানার ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো– সোহেল রানা (২২), আনোয়ার হোসেন (৩২) ও হৃদয় আহম্মেদ (২৩)। বুধবার দিবাগত রাতে তাদের ডেমরা থানায় হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, বুধবার রাতে ডেমরার মহাকাশ রোড এলাকায় ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশি–বিদেশি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে আর্জেন্টিনা ও চীনে উৎপাদিত লেখা ব্যবহার করে নকল সার ও কীটনাশক তৈরির প্রমাণ পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, এই কারখানায় নকল লেবেল লাগিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক প্রস্তুত করা হচ্ছিল। কৃষকরা এগুলো ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফসল নষ্ট হচ্ছে, জমির উর্বর শক্তি কমে যাচ্ছে। যা সরাসরি দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত সব মালামাল আইনগত প্রক্রিয়ায় রাখা হয়েছে।

