

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় শেষ হলো দুইদিন ব্যাপী সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শেষ হয় দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।
এসময় তিনি বলেন, কক্সবাজারের সাংবাদিকদের স্কিল বাড়াতে এসব প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে এখন মোবাইল সাংবাদিকতার উপর নির্ভরতা বাড়ছে।
পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালের পিপি এড.মীর মোশাররফ হোসেন টিটু, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম হোসেন টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এফ এম সুমন, দৈনিক কালবেলার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোছাইনসহ আরো অনেকে।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন এখন টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন মোহাম্মদ জিয়াদ, সিপ্লাস টিভির হেড অব নিউজ ফরহাদ সিকদার। এসময় বক্তারা সবাই মোবাইল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমের গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দিন দিন মোবাইল সাংবাদিকতার বিকাশ ঘটছে। এখন সাংবাদিকতা শুধু মাত্র বড় বড় ক্যামেরাতে সীমাবদ্ধ নাই। নিজের হাতের মুঠোফোন দিয়ে অনেকে সাংবাদিকতা করছে এর চাহিদা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক অনেক চ্যানেল এখন মোজোর উপর গুরুত্ব দিচ্ছেন। ফলে মোজো সাংবাদিকতার ভবিষ্যত উজ্জ্বল হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় পেকুয়া চকরিয়া কুতুবদিয়া উপজেলার মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন। তাদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

