

মো.এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মানিকছড়ি থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম (৪০) ও ওই এলাকার বাসিন্ধা যুবক মো. হাফিজ (৩০)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির আমতল এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর পুত্র এবং নিহত হাফিজ মানিকছড়ি উপজেলার ফকিরপাড়া এলাকার মো: ইসমাইলের পুত্র। এ ঘটনায় আহতরা হলেন, মানিকছড়ি থানার কনস্টেবল আল নোমান (৩০) ও মো. ইয়াসিন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির আমতল এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান। স্থানীয়রা নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা তাসনিম দুজনকে মৃত ঘোষণা করে। অপর গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তন্মধ্যে একজন পুলিশের সদস্য রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

