ঢাকা
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৩
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

মহানবী হজরত মোহাম্মদ (সা.) দৌহিত্র ইমাম হোসাইনকে (রা.) বাঁচাতে যুদ্ধে যোগ দিয়েছিলেন একদল হিন্দু। এমনকি ইয়াজিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে নিহত হয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

কিন্তু প্রশ্ন হলো, ইমাম হোসাইনের হয়ে হিন্দুরা কেন যুদ্ধ করতে গিয়েছিলেন? কারণ- স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসাইন (রা.)-কে কারবালার প্রান্তরে সপরিবারে হত্যা করার চক্রান্ত করছিল, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন ‘হাল মিন নাসিরিন ইয়ানসুরনা!’ অর্থাৎ কেউ কি কোথাও আছেন, যারা আমাদের সাহায্য করতে পারেন?

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইমাম হোসাইন (রা.) সেই ডাকে সাড়া দেন সুদূর ভারতের রাজা সমুদ্রগুপ্ত। তিনি তার বীর সেনাদের একটি দলকে কারবালায় পাঠানোর সিদ্ধান্ত নেন। যার নেতৃত্বে ছিলেন বীর যোদ্ধা রিহাব সিধ দত্ত। যিনি পাঞ্জাবের একজন মোহিয়াল ব্রাহ্মণ ছিলেন। কিন্তু রিহাব দত্ত ও তার সাহসী সেনারা যখন কারবালায় পৌঁছান, ততক্ষণে ইমাম হোসাইন (রা.) শহীদ হয়ে যান। 

তখন ক্ষোভে-দুঃখে ভারত থেকে যাওয়া ওই সেনারা স্থির করেন নিজেদের তরবারি দিয়েই তারা নিজেদের শিরশ্ছেদ করবেন। কিন্তু ইমাম হুসাইন (রা.)-এর আরব অনুরাগীরা তাদের বোঝালেন, এভাবে জীবন নষ্ট না করে, তারা যেন জনাব-ই-মুখতারের বাহিনীতে যোগদান করেন এবং হুসাইন (রা.)-এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লড়াইতে সামিল হোন! রিহাব দত্ত ও তার বাহিনী ঠিক সেটাই করেছিলেন এবং পরবর্তীতে ইয়াজিদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে নিহত হয়েছিলেন। তবে বাহিনীর যারা বেঁচে যান, তাদের কেউ কেউ সেখানেই রয়ে যান– আবার কেউ কেউ মাতৃভূমি ভারতে ফিরে আসেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, কারবালায় যাওয়া সেই হিন্দু ব্রাহ্মণদের বংশধররা আজও ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা থেকেই হিন্দু হয়েও বহু মুসলিম রীতিনীতি পালন করেন। এর মধ্যে রয়েছে তারা রমজান মাসে রোজা রাখেন এবং আশুরা পালন করেন। মাঝে মাঝে তারা মসজিদেও যান, জুমার নামাজেও অংশ নেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে এক বিরল সেতুবন্ধ রচনার কারণেই হুসাইনি ব্রাহ্মণরা ভারতের সমাজজীবনে একটি অসাধারণ জায়গা অধিকার করে আছেন। সংখ্যায় তারা কম হতে পারেন, কিন্তু স্বকীয়তায় ও ধর্মীয় সম্প্রীতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী! সেই পরম্পরা অনুসরণ করেই আজও ভারতে হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্যায় হিন্দু ও মুসলিম– দুই ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন। 

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার স্ত্রী নার্গিস দত্তও ছিলেন মোহিয়াল। তাদের সন্তান সঞ্জয় দত্তও হুসাইনি ব্রাহ্মণ। হুসাইনি ব্রাহ্মণরা একটি গর্বিত বীর বংশের সন্তান। সেই গল্প তারা বাপ-দাদাদের কাছে চিরকাল শুনে এসেছেন। অনেক হুসাইনি ব্রাহ্মণ পরিবারই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এবং তাদের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্টের মন্দির-মসজিদ-গির্জা সমন্বিত একটা উদার ও সহিষ্ণু পরিবেশে বেড়ে ওঠে। তাই তাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদও খুব কম!

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram