ঢাকা
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

নতুন গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি বাজারে, জানুন ফিচার

প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাউড নির্ভরতা ছাড়াই লোকালভাবে এআই মডেল ট্রেনিং করার সুবিধা দিতে বাজারে এসেছে ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’। অত্যাধুনিক হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি এই ডেস্কটপ পিসি বিশেষভাবে বানানো হয়েছে গবেষণা, স্টার্টআপ, ছোট ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য।

এমনই পিসি বাজারে এনেছে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সমাধান নির্মাণে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ মডেল নিয়ে- গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এ ধরনের শক্তিশালী এআই পিসি দেশে গবেষণা, শিক্ষা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বিপ্লব ঘটাতে পারে। লোকাল ডেটা প্রসেসিং হওয়ায় ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত হবে।

এই পিসির অন্যতম আকর্ষণীয় দিক হলো গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যার। এর মাধ্যমে প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এআই মডেল ফাইন-টিউন করা যায়। রিয়েল-টাইম মনিটরিং সুবিধা পাওয়া যায়। ৭০টির বেশি ওপেন সোর্স এলএলএম ( LLM) মডেল সাপোর্ট করে।

হার্ডওয়্যার ফিচার
এটিতে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর। যা হাই-এন্ড এআই ও ডেটা প্রসেসিংয়ের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড। এছাড়া এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ ( NVIDIA GeForce RTX 5090) গ্রাফিক্স কার্ড রয়েছে। যা সর্বশেষ প্রজন্মের জিপিইউ, জটিল এআই মডেল ট্রেনিং ও গ্রাফিক্স রেন্ডারিংয়ে শীর্ষ মানের পারফরম্যান্স দেয়। আছে ৩৬০ মিলিমিটারের (360mm) লিকুইড কুলার, দীর্ঘ সময় হেভি লোডে চললেও সিস্টেমকে ঠাণ্ডা রাখে।

স্টোরেজ রয়েছে ২টেরাবিটের এসএসডি (2TB SSD)। পাবেন দ্রুত ডেটা অ্যাকসেস ও পর্যাপ্ত জায়গার সুবিধা। ১২৮ জিবি ডিডিআর৫ মেমোরি, ভারী এআই ডেটাসেট ও মাল্টিটাস্কিংয়ে সহায়ক হবে। উইন্ডোজ ১১ প্রো ও লিনাক্স-দুই প্ল্যাটফর্মেই ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

বাংলাদেশে আইটি কোম্পানি, স্টার্টআপ এবং বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের পিসির সবচেয়ে বড় ব্যবহারকারী হতে পারে। এর মাধ্যমে ব্যয়সাপেক্ষ ক্লাউড সার্ভিসের বিকল্প তৈরি হবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬ লাখ ৫০ হাজার টাকা।

খাজা মো. আনাস আরও বলেন ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ শুধু একটি ডেস্কটপ নয়, বরং এটি এআই গবেষণা ও ইনোভেশনের জন্য একটি পূর্ণ সমাধান। বাংলাদেশি বাজারে এর আগমন দেশীয় তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram