বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই ) দুপুরে চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট এলাকায় ময়দানের হাট এলাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবুল, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায় রফিকুল ইসলাম রাফিল।
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রাড়ির সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাঁরা আরও বলেন, যুবদলই আগামী দিনের আন্দোলনের মূল শক্তি, তাই সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।