ঢাকা
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:১৭
logo
প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৫

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:​ নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা ফুটবল মাঠে বড়শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বৈকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়।

বড় শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম।

​তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষের কল্যাণের জন্য কাজ করতে শেখায়। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের প্রতি দায়িত্ব পালন করা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখা।

তিনি বলেন, আমরা চাই দল-মত নির্বিশেষে সকলে মিলেমিশে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে একযোগে কাজ করি। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে হলে জনগণের সমর্থন ও সহযোগিতা অপরিহার্য। আমরা আমাদের এই জনপদকে একটি সুন্দর ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে সকলের দোয়া ও সাহায্য চাই।

​তিনি আরও বলেন, আসুন, আমরা সকলে মিলেমিশে সমাজের ভালো কাজগুলোতে অংশগ্রহণ করি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। আমরা যেন সবসময় একে অপরের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব পোষণ করি। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও প্রগতির পথে এগিয়ে চলাই আমাদের প্রত্যয়।

​​এছাড়া বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ওসমান গণি, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মো. হাছান আলী, নায়েবে আমীর মোঃ শওকত হোসেন, চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ। ​​সভায় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকবৃন্দ বিপুল পরিমাণ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram