এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এ ¯্রােগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মোরেলগঞ্জ-শরণখোলা ২৫ কিলোমিটার সড়কে মোটরশোভাযাত্রা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ ।
শনিবার বেলা ১২টায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজওয়ানুল হক সবুজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মোরেলগঞ্জ ও শরণখোলার ২৫ কিলোমিটার নির্বাচনী শোডাউন করেন। দৈবজ্ঞহাটী, পোলেরহাট, কালিকাবাড়ি, নব্বইরশী বাসষ্ট্রান্ড, কেয়ারবাজার, পল্লীমঙ্গল, আমড়াগাড়িয়া, ৫ রাস্তার মোড পৃথক পৃথক সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জনান।
পরে তিনি দুপুর ২টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, জুলাই আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এফ এম শামীম আহসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর শ্রমীক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. লাভলু মুন্সী, শ্রমীক দল নেতা শামীম ব্যাপারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজওয়ানুল হক সবুজ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই এ দেশ হবে একটি উন্নয়শীল দেশ।