ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে যেভাবে বুঝবেন

ডিজিটাল যুগে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের কাছে সম্পর্কেরও প্রতিফলন। তবে হঠাৎ করে পরিচিত কারও প্রোফাইল উধাও হয়ে গেলে বা যোগাযোগ সম্ভব না হলে অনেকেই সন্দেহে পড়েন তিনি কি আমাকে ব্লক করলেন?

ফেসবুক সরাসরি কাউকে জানায় না যে কে কাকে ব্লক করেছে। তবে কিছু লক্ষণ দেখে সহজেই অনুমান করা যায়—

১. মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে খোঁজ নিন
প্রথমে নিশ্চিত হতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না। এজন্য যাদের সঙ্গে দুজনেরই পরিচয় আছে, তাদের প্রোফাইল থেকে খোঁজ নিতে পারেন। যদি অন্যরা প্রোফাইল দেখতে পায় কিন্তু আপনি না পান, তবে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি।

২. ট্যাগ করতে না পারা
বন্ধুদের পোস্টে বা ছবিতে ট্যাগ করার সময় যদি নাম না পান, সেটিও ব্লক হওয়ার একটি ইঙ্গিত হতে পারে।

৩. ফেসবুক সার্চে ফলাফল না পাওয়া
সার্চ বক্সে নাম লিখে খুঁজলেও যদি প্রোফাইল না আসে, বা এলেও ক্লিক করা না যায়, তবে ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪. মেসেঞ্জারে ‘Not Contactable’ লেখা দেখা
পুরোনো চ্যাট ওপেন করলে যদি দেখা যায়, ‘This person is not contactable on Messenger’, তবে ধরে নেওয়া যায় তিনি হয়তো আপনাকে ব্লক করেছেন।

৫. ইভেন্টে আমন্ত্রণ জানাতে না পারা
কোনো ইভেন্টে ইনভাইট করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, সেটিও ব্লক হওয়ার আরেকটি ইঙ্গিত।

৬. ব্লক তালিকায় সার্চ করুন
সেটিংসে গিয়ে ব্লক অপশনে সেই নাম সার্চ করুন। নাম না এলে ধরে নেওয়া যায়, তিনি হয়তো আপনাকে আগেই ব্লক করেছেন বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।

চ্যাটজিপিতে বয়স যাচাই বাধ্যতামূলক, কিশোরদের জন্য কঠোর হচ্ছে নিরাপত্তা তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ সবসময় নিশ্চিত প্রমাণ নয়। অনেক সময় কেউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলেও এমনটা হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram