ঢাকা
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

বিশ্বে যে দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী

বিশ্বজুড়ে নারীর সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। কবি-সাহিত্যিকদের লেখায় যেমন নারীর সৌন্দর্যের ছোঁয়া রয়েছে, তেমনি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও জনপ্রিয় মতামতের ভিত্তিতেও কিছু দেশের নারীরা বিশেষভাবে পরিচিত। বিভিন্ন জরিপ ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে সেই তালিকায় শীর্ষে রয়েছে ইউক্রেন।

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের পর একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে পরিচিতি পায়। কৃষি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হিসেবে বর্তমানে দেশটি কৃষিক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইউক্রেনের গ্রামীণ জনগোষ্ঠীও কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

দেশটির পূর্বে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে পোল্যান্ড ও স্লোভাকিয়া, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা এবং দক্ষিণে রয়েছে কৃষ্ণ সাগর। রাজধানী কিয়েভ অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে খ্যাত। বিমান উৎপাদন শিল্পেও ইউক্রেন বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে; বিশ্বের অন্যতম বৃহৎ বিমান এখানেই নির্মিত হয়েছে।

প্রায় পুরো দেশজুড়েই খ্রিস্টান জনগোষ্ঠীর আধিপত্য এবং ইউক্রেনীয় ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে ক্রিমিয়া অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের নারীরা তাদের প্রাকৃতিক সৌন্দর্য, বন্ধুত্বপূর্ণ আচরণ, আত্মবিশ্বাস, স্বাধীনচেতা জীবনধারা ও আধুনিক মানসিকতার কারণে বিশ্বব্যাপী প্রশংসিত। আবেগপ্রবণ হলেও তারা আচরণে শান্ত, পরিণত ও স্মার্ট—যা তাদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে।

আবহাওয়ার বৈচিত্র্যের জন্যও দেশটি বিশেষভাবে পরিচিত। উত্তরে শীতল তাপমাত্রা ৫.৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, আর দক্ষিণে তা ১১ থেকে ১৩ ডিগ্রি। গ্রীষ্মকাল তুলনামূলক মৃদু হলেও শীতকালে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত সাধারণ ঘটনা।

খাদ্যসংস্কৃতিতে মুরগি, গরু ও শুয়োরের মাংস, মাছ, ডিম, মাশরুম, শস্য, আলু ও নানা ধরনের শাকসবজি বিশেষভাবে জনপ্রিয়। বিশেষ করে রুটি তৈরিতে ইউক্রেনের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। দেশটির ওয়াইন ও বিয়ারও খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য, জীবনমান, সংস্কৃতি এবং সামাজিক বৈচিত্র্যের সমন্বয়ে ইউক্রেনকে শুধু সম্ভাবনাময় দেশ হিসেবেই নয়, বরং বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের আবাসভূমি হিসেবেও বিবেচনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram