ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

ট্রাম্পের শুল্কযুদ্ধ: ‘ক্রিসমাসে এবার মার্কিন গ্রাহকরা কিছুই কিনতে পারবে না’

প্লাস্টিক ক্রিসমাস ট্রি এবং অন্যান্য ছুটির জিনিসপত্রের চীনা উৎপাদকরা বলছেন, তারা এখনও তাদের মার্কিন ক্রেতাদের কাছ থেকে কোনও অর্ডার পাননি। তারা আশঙ্কা করছেন, হয়তো তারা কোনও ক্রয়াদেশই এবার পাবেন না। এর প্রভাব পড়বে মার্কিন বাজারেও। এবারের ক্রিসমাসে আমেরিকান গ্রাহকরাও তাদের কাঙ্ক্ষিত ক্রিসমাস পণ্যটি কিনতে পারবেন না বলেই শঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর এই ক্রয়াদেশ পেতে দেরি হচ্ছে।

আন্তর্জাতিক ক্রেতারা অর্ডার কমিয়ে দেয়ায়, স্থগিত করায় এমনকি বাতিল করে দেওয়ায় চীন জুড়ে উৎপাদনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

পূর্ব চীনের জিনহুয়ায় ক্রিসমাস ট্রি কারখানা পরিচালনাকারী কুন ইং বলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে সমস্ত অর্ডার সাধারণত চূড়ান্ত হয়ে যায়। তিনি বলেন, কিন্তু এখনই … কোনও অর্ডার আসছে কিনা তা জানা কঠিন। হয়তো আমেরিকান গ্রাহকরা এই বছর কিছু কিনবেন না।

উৎসবের সরবরাহ শৃঙ্খল জুড়ে, উৎপাদনকারীরা স্থবিরতার কথা জানাচ্ছেন। জিনহুয়াযর জেসিকা গুও বলেছেন, তার একজন প্রধান আমেরিকান ক্রেতা উপকরণের জন্য ৪০০,০০০ ইউয়ান ব্যয় করার পরে ৩ মিলিয়ন ইউয়ানের (৪০৮,১৯১ ডলার) অর্ডার স্থগিত করেছেন।

তিনি বলেছেন, আমি আশা করি শীঘ্রই (ট্রাম্পের) এই আদেশ বাতিল করা হবে। আমি এবং আমার সহকর্মীরা বেঁচে থাকার জন্য মার্কিন আদেশের উপর নির্ভর করি। এটি অনিবার্যভাবে অনেক লোককে বিপদে ফেলবে। কেউ এর প্রভাব এড়াতে পারবে না।

গুও উল্লেখ করেছেন, চীনে ক্রিসমাস সাজসজ্জার অভ্যন্তরীণ চাহিদা নগণ্য। মার্কিন বাজার হারানো অবশ্যই অনেক লোকের চাকরি চলে যেতে পারে।

তার ১০ হাজার ৮০০ বর্গমিটারের কারখানায় সাধারণত ১৪০ জন লোক নিয়োগ করা হয়। গ্রীষ্মের শীর্ষ সময়ে কর্মী সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়ায়। এই বছর, তিনি অতিরিক্ত কর্মী নিয়োগের আশা করেন না।

শুল্ক উৎসবের আনন্দকে ম্লান করে দিচ্ছে

মার্কিন খুচরা বিক্রেতারা তাদের ক্রিসমাস সাজসজ্জার ৮৭ শতাংশ চীন থেকে সংগ্রহ করে। যার পরিমাণ বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলার। চীনা কারখানাগুলো তাদের উৎপাদনের প্রায় অর্ধেক মার্কিন বাজারে বিক্রি করে। তবে বাণিজ্য যুদ্ধ সেই বেচাকেনায় লাগাম টানছে।

কম্বোডিয়ার মতো দেশগুলির উপর শুল্ক আরোপ করা হয়েছে। যারা আমেরিকার ক্রিসমাস সাজসজ্জার মাত্র ৫.৫ শতাংশ সরবরাহ করে থাকে। মার্কিন ক্রেতাদের জন্য খালি তাক এবং উচ্চ মূল্যই হতে পারে ট্রাম্পের এবারের শুল্ক উপহার।

একজন রপ্তানিকারক রয়টার্সকে বলেছেন, যদি আমেরিকানরা এই বছর নতুন ক্রিসমাস সাজসজ্জা চায়, তাহলে তাদের জন্য অনেক বেশি মূল্য দিতে হবে। তবে তারা আদৌ তাকগুলিতে সেই পণ্য খুঁজে পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

'মার্কিন অর্ডার কমে যাবে'

চীনের শাওক্সিং শহরে কারখানার মালিক লিউ সং তার মনোযোগ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা চিন্তিত যে মার্কিন অর্ডার কমে যাবে।কিন্তু আমরা অবশ্যই এই বাণিজ্য যুদ্ধে জয়ী হব।

সং এখন রাশিয়া, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলিকে লক্ষ্য করছেন।

অর্থনীতিবিদরা ভবিষ্যদ্বাণী করেছেন, বাণিজ্য যুদ্ধ এই বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ১-২ শতাংশ হ্রাস করবে। যেহেতু চীনা রপ্তানিকারকরা মার্কিন অর্ডার হারাচ্ছেন, তাই তারা অন্যত্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দাম কমাতে পারে।

আমেরিকান ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান জেমি ওয়ার্নার বলেছেন, দেশটিতে এটি বাস্তবায়নের জন্য শ্রম, দক্ষতা এবং প্রযুক্তির অভাব রয়েছে। এগুলো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা যাবে না। কোনও উৎপাদন নেই, প্রযুক্তি এখানে নেই, শ্রমবাজার এখানে নেই।

ওয়ার্নার অনুমান করেন যে মূল্যবৃদ্ধি অনিবার্য এবং একটি ভূ-রাজনৈতিক যুদ্ধে পুরো খাতটি সমান্তরালভাবে ক্ষতিগ্রস্ত হবে। জেমি বলেছেন, আমাদের সদস্যরা যা তৈরি করে এবং বিক্রি করে তা কৌশলগত পণ্য নয়। আমরা হুমকি দিচ্ছি না। আমরা একটি সুখী, আনন্দময় ব্যবসা। আমরা সেই আনন্দময় ব্যবসায় থাকতে চাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram