ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

নজরুলের কবিতা-সঙ্গীত জুড়েই অন্যায়ের প্রতিবাদ এবং দেশপ্রেম

শাহাজাদা এমরান, কুমিল্লা: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নজরুলের সঙ্গীত কবিতা আবৃত্তি জুড়েই রয়েছে অন্যায়ের প্রতিবাদ এবং দেশপ্রেম। নজরুল স্বাধীনতার কবি। তার কবিতা ছিল বাঙালি জাতির মুক্তির প্রেরণা। ২০২৪ সালে নজরুলের চেতনা নিয়েই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এ আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর বুকে শহীদ আবরার ফাহাদের চেতনা এবং দেশপ্রেম ছিল।

তিনি বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর সম্পর্ক। কুমিল্লা থেকেই তিশার সঙ্গে আমার প্রেম শুরু। আমরা নজরুলের পদচারণার স্থান গুলো খুঁজে খুঁজে শুটিং করেছি। কুমিল্লায় তিনদিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব ছাড়া কোনো দেশের স্বাধীনতাই সচল থাকতে পারে না। আমরা অল্প কয়দিনের সরকার। কিছুদিন পরেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে। এতে যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশকে এমন জায়গায় নেওয়া যাবে না যেখানে অন্যদেশ থেকে এসে প্রেসক্রিপশন দেওয়া হয়। আমি প্রত্যাশা করি আগামীতে এমন কোনো সরকার আসবে না, যে সরকারের আমলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদের জীবন দিতে হয়।

অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল ২৪ এর গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। রোববার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে চেতনায় নজরুলে পুস্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি উপদেষ্টা এবং যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার।

এ সময় গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক এবং দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, ইসরাত জাহান শাহীন, সঙ্গীতে রুমী আজনবী, আবৃত্তির জন্য নাসিম আহমেদকে নজরুল পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। সভাপতির বক্তব্য রাখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রমুখ। পরে বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরাসহ অন্যান্য শিল্পীদের কন্ঠে মনোজ্ঞ নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram