মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ১’শ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের কাজী বাড়ীর মো. সোহেলের পুত্র সাহেদ নয়ন (২০) ও হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেদীনগর গ্রামের মাহমুদ আলী মিস্ত্রি বাড়ীর রবিউল হোসেনের পুত্র আরমান হোসেন (২০)। রবিবার (২৫ মে) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাবের একটি দল মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের মাহী এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। এসময় পিকআপটি তল্লাশি করে দুইটি বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা এবং ১৫ টি পলিথিন থেকে ৩০ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৩০ কেজি গাঁজা ও ১’শ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-৭ চট্টগ্রাম’র ডিএডি সুরুজ্জামান (বিজিবি) বাদী হয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, ‘র্যাব ফেনসিডিল ও গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’