

ঢাবি প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ 'বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫' (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান কংগ্রেসের আহ্বায়ক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন।
পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এই কনফারেন্সটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই ইভেন্টের কৌশলগত সহযোগী। কনফারেন্সের আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ আরো অনেকে। এছাড়াও কনফারেন্স কমিটিতে আছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় সভাটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এই কংগ্রেসে ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন।
সম্মেলনের আহ্বায়ক প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আরো বলেন, "বাংলাদেশে এই ক্রান্তিকালীন পরিস্থিতিতে এই সম্মেলন একাডেমিক আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।" তিনি আরও বলেন, "এছাড়া দক্ষিণ এশিয়া ও বিশ্বে সাম্প্রতিককালে হয়ে যাওয়া গণ-অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংকট এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা হবে এই সম্মেলন। এই সম্মেলন এখনো পর্যন্ত দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আলোচক এবং গবেষক হিসেবে ইতিমধ্যেই সম্মেলনে যোগদানের জন্য গবেষণা সারাংশ জমা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, তিউনিসিয়া, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক এবং শিক্ষার্থীরা।"
এছাড়াও প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাসিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারেক ফজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. ফাতেমা রেজিনা ইকবাল।

