

মোংলা প্রতিনিধি: মোংলায় ধানের শীষ প্রতীক ও ৩১ দফার প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের শাহজালাল পাড়ায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, ধানের শীষের প্রচারণা ও ৩১ দফা বাস্তবায়নে আমি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী, আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এ আসনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দিতে পারবো।
এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম এবং সাবেক পৌর কাউন্সিলর মোঃ খোরশেদ আলম ও মোঃ আলাউদ্দিন।

