ঢাকা
২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

সোনারগাঁয়ে পানিতে ডুবে বিইউপির ছাত্রের মৃত্যু, বাবার দাবি হত্যা

গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালের (বিইউপি) এর দ্বিতীয় সেমিষ্টারের শিক্ষার্থী মশহুদ মঞ্জুর বর্ষ (২২)  বিকেল ৩টার দিকে সোনারগাঁওয়ের মদনপুরের একটি ফার্ম হাউজের পুকুরের পানিতে ডুবে যায়। এই সময় তার বন্ধুরা তাকে ক্রিটিক্যাল অবস্থায় স্থানীয় আল বারাকা হাসপাতালে নিয়ে যায়। আল বারাকা হাসপাতাল থেকে বর্ষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বর্ণিল সপ্তর্ষী বলেন, তাদের বাসা ঢাকার মোহাম্মদপুর এলাকায়। বুধবার সকালে তারা সাত বন্ধু-বান্ধবী মিলে তাদের সাথে থাকা এক বন্ধুর বাবার সোনারগাঁয় ফার্ম হাউজ ঘুরতে যান। ফার্ম হাউজের পুকুরে বর্ষসহ চারজন গোসল করতে নামে। এ সময় এক বন্ধুর পা ফসকে পানিতে পড়ে যায়। তখন আরেক বন্ধু তাকে ধরতে যায়। এভাবে একজন আরেকজনকে ধরতে গেলে বর্ষ পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে সেখানকার আরও লোকজন এসে বর্ষকে পানি থেকে উদ্ধার করে।

হাসপাতালে মৃত বর্ষের বাবা শেখ মঞ্জুর বারী মঞ্জু বলেন, আমার ছেলে সকাল সাতটার দিকে আমাদের মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়। দুপুরের পর সংবাদ পাই ছেলে পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে এসে ছেলের লাশ দেখতে পান। তিনি আরো বলেন, আমার ছেলেতো সাঁতার জানতো পানিতে ডুবে মারা যাওয়ার কথা না। এখানে অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে দাবি করেন তিনি। তার বন্ধুদের কথার মধ্যে পরাপরবিরোধী বক্তব্য পাওয়া যায় বলেও উল্লেখ করেন। সোনারগাঁও থানায় বর্ষের বাবা একটি মামলা করেন।

মামলার বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত চলমান আছে। ময়না তদন্তের  রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না । মৃতের বাবা মঞ্জুর বারী মঞ্জু বলেন, বর্ষের বন্ধুদের মধ্যে ’তাজ’ ফার্ম হাউজের মালিকের ছেলে তাজ ,বর্নিল,কেয়ার টেকার সাইফুল ও তার স্ত্রী সান্তা বেগমসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে ।

বর্ষের প্রথম জানাযার নামাজ মোহাম্মদপুর থানার কলেজ গেট জামে মসজিদে এ অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় জানাযার নামাজ শেষে গাজিপুরের কালিগঞ্জের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram