কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলেদের জালে উঠল ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল ইলিশ। বৃহস্পতিবার সকালে মহিপুর মৎস্য বন্দর আড়তে মাছটি জেলে শহিদ মাঝি নিয়ে আসে।
জেলে শহিদ মাঝি জানান, গভীর সমুদ্রে শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে এই বড় ইলিশটি। পরে মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হলে ইলিশ মাছটি নিলামে প্রতিযোগিতার মধ্যেই বিক্রি হয়।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মোঃ মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। আজ শহিদ মাঝি মাছটি নিয়ে আসলে খোলা বাজারে নিলামে মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মাছটি বিক্রি হয়। ফলে পুরো মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।
মাছটির ক্রেতা ব্যবসায়ী ইশতিয়াক জানান, এত বড় মাছ এই বাজারে কম আসে ইলিশটি তিনি ঢাকায় পাঠাবেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এমন বড় ইলিশ কিছুদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে। এটি জেলেদের জন্য আনন্দের খবর।