কেরানীগঞ্জ প্রতিনিধি: যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়। বাংলাদেশে কোনদিন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখনও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে। আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েল, শাক্তা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: সায়িদসহ অত্র স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।