ঢাকা
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৬
logo
প্রকাশিত : জুলাই ২৭, ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না: শেরপুরে নাহিদ ইসলাম

শেরপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা তৈরি হল, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই। এজন্য আমরা বলেছি, উচ্চ কক্ষ লাগবে এবং সেই উচ্চ কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চ কক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি এ জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না।

তিনি এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুলাই রবিবার সন্ধ্যায় শেরপুর শহরের থানামোড়ে আয়োজিত এক বিশাল পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে যেকোন মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সাথে জুলাই ঘোষণাপত্রও ঘোষণা করতে হবে। ঐক্যমত কমিশন বলেছে দুই তিনদিনের মধ্যে জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়ব না।

তিনি বলেন, জীববৈচিত্র্যময় এলাকা শেরপুরে প্রতিবছর পাহাড়ি ঢলের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। বনাঞ্চল উজাড় করার কারণে বন্যহাতির দল লোকালয়ে চলে আসে। হাতির পায়ে পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা নাই, শিক্ষা নাই। শেখ হাসিনা শাসনামলে শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ। কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায়নি। উন্নয়ন পেয়েছে শুধু আওয়ামী দোসররা-সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে বিদেশে পলাতক আছে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লীতে পালিয়েছিল। সেই দিল্লীতে শেখ হাসিনা আওয়ামী লীগের হাজারও সন্ত্রাসীদের নিয়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেরপুর সীমান্তসহ দেশের অন্যান্য সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারত পুশ ইন করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে, সীমান্তে কোন হত্যাকাণ্ড মেনে নেব না, কোন পুশইন মেনে নেব না। পুশইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন, শেখ হাসিনাকে পুশইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো।

তিনি আরও বলেন, আপনারা নিজেরা ভাবুন, জুলাই গণঅভ্যুত্থানে শেরপুরের সন্তানেরা জীবন দিয়েছে, সারাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, শেরপুরের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এনসিপি সারাদেশের জনগণের জন্য সেই সুষম উন্নয়ন করতে চায়।

এর আগে শহরের কলেজ মোড়স্থ শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড়স্থ শহীদ স্কয়ারে এসে শেষ হয়। সেখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এনসিপির নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্থা শারমিন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া ও যুগ্ম সমন্বয়ক আলমগীর কবির মিথুন।

ওইসময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শেরপুর জেলা এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এনসিপির ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে বিপুল সংখ্যক জুলাই যোদ্ধা-সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram