ঢাকা
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৫

নির্বাচনী গণসংযোগ শুরু বিএনপির

তফসিল ঘোষণার প্রায় দেড় মাস সময় থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে, পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থানও নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড।

বিএনপির তৃণমূলের চিত্রটা এখন অনেকটা এমন— দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীতে নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দেন বিএনপির ৩১ দফার লিফলেট।

কিন্তু নির্বাচনের এখনও তফসিলই হয়নি। তবুও কেন গণসংযোগে বিএনপি? নেতারা জানালেন- তারা এতোদিন চুপচাপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্র ভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে।

মূলত, সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর ১৪ অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়।

এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে দলটি। উত্তরা ১৫ নম্বর সেক্টরের একটি খাল ছিলো এতোদিন তিন কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিলো রীতিমতো অভিশাপ। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী বাদ দিয়ে এই লেক পরিস্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল।

সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন- দুই পাড়ের অবৈধ দখল। ওয়াক-ওয়ে ব্যবহারের উপযোগী করা হয় । যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে।

এমন উদ্যোগ বিএনপির নতুন না হলেও, প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে- শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে একগুচ্ছ সেবামূলক কর্মসূচী নেবে দলটি।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি মাস থেকেই নির্বাচনমুখী কর্মকাণ্ড ও জনসংযোগ বড় পরিসরে শুরু হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বী পক্ষের কৌশল বিবেচনা নিয়েও পরবর্তী কর্মপদ্ধতি বিবেচনা নেবে দলটি— এমন বার্তাই দিয়েছেন বিএনপির এ সিনিয়র নেতা।

উল্লেখ্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই- তফসিলের আগেই সারাদেশ ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে দলটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram