ঢাকা
২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৯
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

এআইয়ের বিরুদ্ধে কেন এতো বিক্ষুব্ধ হলিউড অভিনেত্রী জেনা ওর্তেগা

নেটফ্লিক্সের ‘উইনেসডে’ সিরিজ দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন জেনা ওর্তেগা। সিরিজটি তাকে টিনএজ বয়সেই রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছে। তবে অনেক সেলেব্রিটির মতো, জেনা ওর্তেগাও গত বছর ডিপফেক ভিডিও বিতর্কের শিকার হয়েছিলেন। তার বেশ কিছু যৌন উত্তেজক ছবি অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছিল, যা তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছিল।

এসব ছবি ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনলাইন বিজ্ঞাপনে প্রকাশ হয়েছে। পরে এনবিসি নিউজ মেটাকে (ফেসবুকের মুল কোম্পানি) সতর্ক করার পর সেগুলো প্রত্যাহার করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মেটা কেন ওর্তেগার ছবিগুলোকে সুরক্ষিত করতে পারেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পুরোনো হলেও ওর্তেগা সম্প্রতি নাবালক থাকাকালীন কীভাবে তার ছবিগুলো এআই-জেনারেটেড পার্নোগ্রাফিক ছবি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে কথা বলেছেন এবং ডিপফেক ছবি ও ভিডিওর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনা ওর্তেগা শেয়ার করেছেন, কীভাবে ডিপফেক বিতর্ক তাকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি বলেছিলেন, ‘আমি এআই ঘৃণা করি’, এবং উল্লেখ করেছেন, ‘এটি অবিশ্বাস্য জিনিসের জন্য ব্যবহার করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি কি ১৪ বছর বয়সে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে এবং ছোটবেলায় আমার নোংরা সম্পাদিত কন্টেন্ট দেখতে পছন্দ করতাম? মোটেও না। এটা ভয়ংকর। এটা ভুল।’

অভিনেত্রী বলেছেন, তিনি যখন প্রথম তার টুইটার অ্যাকাউন্ট খুললেন, তখন তিনি একজন পুরুষের যৌনাঙ্গের একটি অযাচিত ছবি পেয়েছিলেন।

মূলত, নিজের ভাবমূর্তি তৈরির জন্য তাকে একটি এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছিল। কিন্তু ২০২২ সালের ‘উইনেসডে’র বিশাল সাফল্যের পর, তার অযৌক্তিক কিছু ছবি আগের চেয়েও বেশি প্রচার হতে শুরু করে। এর পরিমাণ এতটাই বেশি ছিল যে, জেনা ওর্তেগাকে তার অ্যাকাউন্টটি মুছে ফেলতে হয়েছিল।

অভিনেত্রী বলেছেন, ‘এটি বিরক্তিকর ছিল, এবং আমার বেশ খারাপ লাগছিল। আমি বেশ অস্বস্তি বোধ করছিলাম। সেই কারণে একাউন্টটি মুছে ফেলেছি। কারণ আমি এরকম ছবি দেখে কিছুই বলতে পারছিলাম না। তাই একদিন ঘুম থেকে উঠে ভাবলাম, নাহ, আমার আর এটির প্রয়োজন নেই। তাই আমি এটি বাদ দিয়েছি।’

জানা গেছে, পার্কি এআই নামে একটি অ্যাপ জেনা ওর্তেগার যৌন স্পষ্ট ছবি তৈরি করেছে এবং তাদের অ্যাপ প্রচারের জন্য এটি ব্যবহার করেছে। বিজ্ঞাপনে তারা দাবি করেছে, তাদের অ্যাপ এআই’র মাধ্যমে নারীদের পোশাক খুলতে সক্ষম। বিজ্ঞাপনটি অনলাইনেও প্রচার হয়েছিল, এমনকি অভিনেত্রীর ১৬ বছর বয়সের ছবি ব্যবহার করায় তার আরও বেশি ক্ষতি হয়েছে। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল, অ্যাপটিতে প্রদত্ত প্রম্পটের ওপর ভিত্তি করে এটি ওর্তেগার পোশাক পরিবর্তন করতে পারে।

তবে এআই ইমেজ এবং ভিডিও জেনারেটরের অপব্যবহারের কারণে ওর্তেগা প্রথম সেলেব্রিটি নন, যিনি এ ধরনের বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে টেলর সুইফট, জোচিটল গোমেজসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি যৌন উত্তেজক ডিপফেক তৈরি করতে ব্যবহার করা হয়েছে।

সিসিএন’র নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, ডিপফেক ছবি কিংবা ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে নারীদের লক্ষ্য করে তৈরি। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ডিপফেক ভিডিওর মোট সংখ্যা শতকরা ৫৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

তবে, এর মধ্যে ৯৮% স্পষ্ট যৌন উত্তেজক ছবি এবং ৯৪% ডিপফেক চিত্র, যা বিনোদন জগতের নারী শিল্পীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এআই ডিপফেকের অপব্যবহার রোধ বা বন্ধ করার জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই, যা ক্রমবর্ধমান প্যাটার্ন সম্পর্কে আরও উদ্বেগের জন্ম দিচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram