ঢাকা
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

‘হ্যারি পটার’ সিরিজে প্রধান তিন চরিত্রে থাকবেন কারা, জানাল এইচবিও

এইচবিও-র নতুন ‘হ্যারি পটার’ টিভি সিরিজে অবশেষে পাওয়া গেল হ্যারি, রন আর হারমায়োনিকে। জনপ্রিয় এই সিরিজের তিন প্রধান চরিত্রে এবার দেখা যাবে সম্পূর্ণ নতুন তিন মুখ, জানিয়েছে এইচবিও।

হ্যারি পটার চরিত্রে অভিনয় করবেন ডমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে থাকছেন আরাবেলা স্ট্যানটন, আর রন উইসলি চরিত্রে দেখা যাবে আলাস্টার স্টাউটকে।

এর আগে এই চরিত্রগুলোতে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন আর রুপার্ট গ্রিন্ট। আটটি হ্যারি পটার চলচ্চিত্রের পাশাপাশি তিনটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিনেমাও এসেছে এই সিরিজ থেকে।

এইচবিওর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অবশেষে আমরা আমাদের হ্যারি, হারমায়োনি আর রনকে পেয়েছি। কাস্টিং ডিরেক্টর লুসি বেভান ও এমিলি ব্রকম্যানের নেতৃত্বে চলা এই দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা খুবই আনন্দিত। এই তিনজনের প্রতিভা অসাধারণ। পর্দায় তাদেরকে একসঙ্গে জাদু করতে দেখার তর সইছে না আমাদের। আমরা সকল সেই হাজার হাজার শিশুকে ধন্যবাদ জানাই যারা অডিশনে অংশ নিয়েছিল। নতুন প্রজন্মের এই প্রতিভাবানদের খুঁজে পাওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।’

এইচবিও বেশ ঘটা করে এই কাস্টিংয়ের জন্য উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিল। কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া চলছিল। অবশেষে নতুন অভিনেতাদের নাম প্রকাশ করা হয়েছে।

হ্যারি পটার বইয়ের ওপর ভিত্তি করে বানানো সিনেমা সিরিজটি ছিল প্রধান চরিত্র হ্যারির নামেই। তবে সিরিজও যে এই নামেই হবে, বিষয়টা এখনও নিশ্চিত করেনি এইচবিও কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে এটি হবে ‘অত্যন্ত বিশ্বস্তভাবে হ্যারি পটার বইগুলোর উপর ভিত্তি করে নির্মিত’। সিরিজটি এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং হবে।

এইচবিওর নতুন হ্যারি পটার সিরিজটি প্রযোজনা করছে ব্রন্টি ফিল্ম অ্যান্ড টিভি ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন লেখক জে.কে. রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস ও ডেভিড হেইম্যান। এই সিরিজের শুটিং শুরু হবে এই গ্রীষ্মেই এবং ২০২৬ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram