এইচবিও-র নতুন ‘হ্যারি পটার’ টিভি সিরিজে অবশেষে পাওয়া গেল হ্যারি, রন আর হারমায়োনিকে। জনপ্রিয় এই সিরিজের তিন প্রধান চরিত্রে এবার দেখা যাবে সম্পূর্ণ নতুন তিন মুখ, জানিয়েছে এইচবিও।
হ্যারি পটার চরিত্রে অভিনয় করবেন ডমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে থাকছেন আরাবেলা স্ট্যানটন, আর রন উইসলি চরিত্রে দেখা যাবে আলাস্টার স্টাউটকে।
এর আগে এই চরিত্রগুলোতে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন আর রুপার্ট গ্রিন্ট। আটটি হ্যারি পটার চলচ্চিত্রের পাশাপাশি তিনটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিনেমাও এসেছে এই সিরিজ থেকে।
এইচবিওর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অবশেষে আমরা আমাদের হ্যারি, হারমায়োনি আর রনকে পেয়েছি। কাস্টিং ডিরেক্টর লুসি বেভান ও এমিলি ব্রকম্যানের নেতৃত্বে চলা এই দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা খুবই আনন্দিত। এই তিনজনের প্রতিভা অসাধারণ। পর্দায় তাদেরকে একসঙ্গে জাদু করতে দেখার তর সইছে না আমাদের। আমরা সকল সেই হাজার হাজার শিশুকে ধন্যবাদ জানাই যারা অডিশনে অংশ নিয়েছিল। নতুন প্রজন্মের এই প্রতিভাবানদের খুঁজে পাওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।’
এইচবিও বেশ ঘটা করে এই কাস্টিংয়ের জন্য উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিল। কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া চলছিল। অবশেষে নতুন অভিনেতাদের নাম প্রকাশ করা হয়েছে।
হ্যারি পটার বইয়ের ওপর ভিত্তি করে বানানো সিনেমা সিরিজটি ছিল প্রধান চরিত্র হ্যারির নামেই। তবে সিরিজও যে এই নামেই হবে, বিষয়টা এখনও নিশ্চিত করেনি এইচবিও কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে এটি হবে ‘অত্যন্ত বিশ্বস্তভাবে হ্যারি পটার বইগুলোর উপর ভিত্তি করে নির্মিত’। সিরিজটি এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং হবে।
এইচবিওর নতুন হ্যারি পটার সিরিজটি প্রযোজনা করছে ব্রন্টি ফিল্ম অ্যান্ড টিভি ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন লেখক জে.কে. রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস ও ডেভিড হেইম্যান। এই সিরিজের শুটিং শুরু হবে এই গ্রীষ্মেই এবং ২০২৬ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।