ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৩
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

কান উৎসবে যাদের হাতে উঠল সেরার পুরস্কার

গতকাল পর্দা নেমেছে কান উৎসবের। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় বসেছিল সমাপনী আসর। তবে তার আগেই ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগার পুরস্কার। এবার এই বিভাগে সেরা হয়েছে স্প্যানিশ ছবি ‘লা মিস্তেরিওজা মিরাদা দেল ফ্লামেঙ্কো’।

এটি নির্মাতা দিয়েগো সেপেদেসের প্রথম ছবি। জুরি পুরস্কার পেয়েছে সিমু মেসা সতোর ‘আঁ পয়েতা’। ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’ বানিয়ে সেরা পরিচালক হয়েছেন আরব নাসের ও টারজান নাসের। এ ছাড়া সেরা অভিনেতা ফ্রাঙ্ক ডিলেন [আর্কিন], সেরা অভিনেত্রী সেলো দিয়েরা [আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম] এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে হ্যারি লাইটনের ‘পিলন’।

একনজরে দেখে নিন কানে বিজয়ীদের তালিকা -

মূল প্রতিযোগিতা

স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)

কারিগরি পুরস্কার

সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: চিত্রগ্রহণে রুবেন ইমপেন্স, শব্দমিশ্রণে স্টেফান থিবোঁ (চলচ্চিত্র: আলফা)
সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা): এপোনাইন মোমেনসো (চিত্রগ্রহণ, চলচ্চিত্র: কনেমারা)

আঁ সাঁর্তে রিগা

সেরা চলচ্চিত্র: দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি)
জুরি প্রাইজ: অ্যা পয়েট (সিমন মেসা সোতো, কলম্বিয়া)
সেরা অভিনয়শিল্পী: ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম), ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: আরব ও টারজান নাসের (ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, ফিলিস্তিন)
সেরা চিত্রনাট্যকার: পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য)

সম্মানসূচক স্বর্ণপাম

সম্মানসূচক স্বর্ণপাম: রবার্ট ডি নিরো, ডেনজেল ওয়াশিংটন

গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: হাসান হাদি (দ্য প্রেসিডেন্ট’স কেক, ইরাক)
স্পেশাল মেনশন: আকিনোলা ডেভিস জুনিয়র (মাই ফাদার’স শ্যাডো, নাইজেরিয়া)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরায়েল)
স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)

লা সিনেফ
প্রথম পুরস্কার: ফার্স্ট সামার (পরিচালক: হেয়ো গায়ং, কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস; দক্ষিণ কোরিয়া)
দ্বিতীয় পুরস্কার: টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (পরিচালক: জু জিজেং, বেইজিং ফিল্ম অ্যাকাডেমি; চীন)
তৃতীয় পুরস্কার: সেপারেটেড (পরিচালক: মিকি তানাকা, এনবু সেমিনার; জাপান), উইন্টার ইন মার্চ (পরিচালক: নাটালি মিরজাইয়ান, এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস; এস্টোনিয়া)

ইমারসিভ পুরস্কার
সেরা ইমারসিভ কাজ: ফ্রম ডাস্ট (মিশেল ফন দের আ, নেদারল্যান্ডস)

মুক্ত পুরস্কার
ফিপরেসি
মূল প্রতিযোগিতা: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
আঁ সাঁর্তে রিগা: আর্চিন (হ্যারিস ডিকিনসন, যুক্তরাজ্য)
প্যারালাল শাখা (ক্রিটিকস’ উইক): ড্যান্ডেলিয়ন’স ওডিসি (মোমোকো সেতো, ফ্রান্স/বেলজিয়াম)

৬৪তম ক্রিটিকস’ উইক

গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): তিয়োদর পেলেরাঁ (সিনেমা: নিনো, ফ্রান্স)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান)
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): গিয়ের্মো গালোয় ও ভিক্তর আলোনসো-বেরবেল (সিনেমা: স্লিপলেস সিটি, স্পেন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)

৫৭তম ডিরেক্টরস’ ফোর্টনাইট

অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড (৭৫০০ ইউরো): দ্য প্রেসিডেন্ট’স কেক (হাসান হাদি, ইরাক)
সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
ক্যারোস দ’র: টড হেইন্স
গোল্ডেন আই (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই (৫ হাজার ইউরো): ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স/বেলজিয়াম)
স্পেশাল জুরি প্রাইজ (গোল্ডেন আই পুরস্কারের ১০ম বার্ষিকী): দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান (ইউজিন জারেকি, যুক্তরাষ্ট্র)”
কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড
সেরা সাউন্ডট্র্যাক: কংদিং রে (সিরেত, ফ্রান্স)
প্রিঁ ফ্রঁসোয়া শ্যালে
ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: টু প্রসিকিউটরস (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)

সিটিজেনশিপ অ্যাওয়ার্ড

সিটিজেনশিপ প্রাইজ: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ডস
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
স্পেশাল মেনশন: সিরেত (অলিভের লাসে, ফ্রান্স/স্পেন)
পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
২৫তম পাম ডগ অ্যাওয়ার্ড: পান্ডা (দ্য লাভ দ্যাট রিমেইনস, আইসল্যান্ড)
গ্র্যান্ড জুরি প্রাইজ: পিপা (সিনেমা: সিরেট, স্পেন)
মাট মোমেন্ট: হিপ্পো (সিনেমা: পিলিয়ন, যুক্তরাজ্য)
কুইয়ার পাম (সমকামী সিনেমা)
সেরা সিনেমা: লিটল সিস্টার (আফসিয়া আর্জি, ফ্রান্স)
সেরা শর্টফিল্ম (ক্রিটিকস’ উইক): ব্লিট! (অনন্ত বালাসুব্রহ্মণ্যম, মালয়েশিয়া/ফিলিপাইন/ফ্রান্স)

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram