পিএসএলে এক দলে তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্স আজ জানিয়েছে, জাতীয় দলের ডিউটি শেষে রিশাদ যোগ দিয়েছেন স্কোয়াডে। রাতে এলিমেনেটর ম্যাচে থাকছেন এই লেগি।
শেষের ধাপে থাকা পাকিস্তান সুপার লিগ ইতোমধ্যে এক ফাইনালিস্ট পেয়ে গেছে। ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ২৫ মে’র টিকিট কেটেছে কোয়েটা গ্লাডিয়েটরস। আজ রাতে লাহোর মুখোমুখি হবে করাচি কিংস।
আজ রাত ৯টার ম্যাচে যারা জিতবে তাদের ফাইনালে ওঠার অপেক্ষা বাড়বে। জয়ী দল আগামীকাল লড়বে প্রথম কোয়ালিফায়ারে হারা ইসলামাবাদের বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই শিরোপার মঞ্চ।
গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে রিশাদকে ডেকে নিয়েছে লাহোর। অফিসিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘দেখো, কে ফিরেছে। করাচির বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমেনটর ম্যাচের আগে রিশাদ যোগ দিয়েছেন স্কোয়াডে।’ পরে রিশাদও ফেসবুকে জানিয়েছেন, তিনি আবারও অংশ হচ্ছেন লাহোরের।
এবার পিএসএলে দল পায় তিন বাংলাদেশি। লিটন দাস চোটের কারণে শুরুতেই ফেরেন। নাহিদ রানাও ছিলেন পাকিস্তানে। রিশাদ দেখিয়েছেন চমক। ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল বন্ধ হলে দেশে ফিরেন রিশাদ। এবার সংযুক্ত আরব আমিরাত থেকেই গেছেন পাকিস্তানে।
লাহোরের এই দলে দুদিন আগে যোগ দিয়েছেন মিরাজ। এক ম্যাচ খেলেছেন সাকিব। আজ তিন বাংলাদেশিকে এলিমেনটরে দেখাও যেতে পারে।