কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কামারকোনা (কিশোরগঞ্জ-ভৈরব) মহাসড়ক এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে ইয়াবা মিজান (৩৩) কটিয়াদী উপজেলার কামারকোনা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
বুধবার (২১ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আসামি মিজানকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামারকোনা এলাকার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার এস আই বাছেদ মিয়ার নেতৃত্বে এস আই সাইদুল ইসলাম, এ এস আই মোস্তাক মিয়া সহ পুলিশের একদল ফোর্স ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে রাতে তাকে কটিয়াদী থানায় আটক রাখা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি মিজান ১৯টি মাদক মামলার অভিযুক্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে আরও একটি নতুন মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ হয়েছে।