চার মাস পর লন্ডন থেকে আজ দেশে ফিরছেন খালেদা জিয়া। গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিদায়ক্ষণে হিথ্রো বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়া তারেক রহমানকে জিজ্ঞাসা করে বলেন, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?
উত্তরে তারেক রহমান বলেন, তুমি বিমানে ওঠার পর মেয়ে জাইমাকে নিয়ে চলে যাব।
এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, তোমরা ভাইয়ার (তারেক) খেয়াল রেখো।
এ সময় খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পাশে নাতনি জাইমা ও দুই পুত্রবধূকে দেখা যায়।
গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাসা থেকে মা খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বের হন তারেক রহমান। যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।