সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমা রীতিমতো রাজত্ব করছে ভারতীয় বক্স অফিসে। বিগত এক দশকে বলিউডকে টপকে আয়ে-ব্যয়ে দক্ষিণী সিনেমা এখন বিশ্বব্যাপী পরিচিত। তবে বলিউডও তাদের খরা কাটিয়ে ছন্দে ফিরছে। এমনকী দক্ষিণ ও বলিউড একসঙ্গে কাজও করছে।
এক সিনেমায় দেখা মিলছে দুই অংশের তারকাদের। তবে এবার দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে চান দক্ষিণের আরেক তারকা বিজয় দেবেরাকোন্ডা। তার মতে, দুই সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জুন একসঙ্গে পর্দায় এলে তা ভারতীয় সিনেমার জন্য হবে অনন্য এক মাইলফলক।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’-এর একটি আলোচনাচক্রে হাজির হয়েছিলেন বিজয়।
মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিজয়। করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন যদি একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা সিনেমা হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।”
বিজয়ের মতে, দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে।
অভিনেতা আরো বলেন, ‘ভারতীয় সিনেমার এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’
শাহরুখের শেষ তিনটি সিনেমা আড়াই হাজার কোটি আয় করেছে। আর আল্লুর ‘পুষ্পা ২’ ছাড়িয়েছে ১০০০ কোটি। দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়।
এই যৌথ উপস্থিতি শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলেই মন্তব্য করেছেন বিজয়।
শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে। মেয়ে সুহানা খানকে বলিউডে শক্ত অবস্থান করে দিতেই এ সিনেমায় নিজে হাজির হচ্ছেন কিং খান। অন্যদিকে, আল্লু অর্জুন ব্যস্ত ‘পুষ্পা ৩’ নিয়ে। এছাড়া অ্যাটলির সঙ্গে একটি বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ দক্ষিণী তারকা।