হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দু’টির সনদের মান স্নাতক পাসের সমান করার দাবিতে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
রোববার (৪ মে) সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) নড়াইল জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে ভর্তি হয়ে তিন বছরের কোর্স সম্পন্ন করে। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাসের সমমান করার দাবি জানান।
এ সময় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি তানজিবুর আলম, সাধারণ সম্পাদক মোছা: ফাতেমা তন্নী, শিক্ষার্থী অন্তিম হিরা বিশ্বাস, শিক্ষার্থী প্রশান্ত কুমারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷