ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার ২ শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৪ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন শিক্ষার্থীকে থেকে বহিষ্কার করেন। সেই সাথে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে চলতি বছরের পরীক্ষার সকল কার্যক্রম থেকে ৪ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার বলেন, চলমান এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ঘোড়াঘাট পৌরসভা এলাকার নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল খালেক, রফিকুল ইসলাম, স্বপ্না মার্ডী ও পার্থ কুমার শীলকে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ও পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে।