কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আপন দুই সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী মাঝিপাড়া গ্রামে। নিহতরা হলেন কার্তিক চন্দ্রের পুত্র মদন হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিরার (৪ মে) সকালে জালসহ নৌকা নিয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার দেবডাঙ্গা ঘাটে যান মদন ও সবুজ। দুপুরে স্থানীয় বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তারা দ্রুত নৌকা ঘাটে যান। সেখানে কাঁচা বাঁশের লগি মাটিতে পোতার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তারা।
এদিকে রাতেই নিহত দুই ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে রাত আটটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক নিহতদের বাড়ি গিয়ে দুই পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক।