আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে।
জানা যায়, গত ২৩ এপ্রিল ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুর রহমানের কাছে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে গালিগালাজ ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক মাহবুর রহমান আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিদ্যালয়ে গাইড বই চালানোর অভিযোগ এনে হুমকিদাতারা প্রধান শিক্ষকের নিকট ১ লাখ টাকা, পরে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং স্বীকার না করলে সাংবাদিক ও ইউএনও’র কাছে যাওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে তারা আবারও ফোন দিয়ে হুমকি প্রদান করে এবং কয়েকজন তার অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তারা প্রধান শিক্ষককে গালিগালাজ ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
এদিকে বিষয়টি জানাজানির পর এ ঘটনার প্রতিবাদে রোববার স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমাকে দারুন ভাবে মর্মাহত করেছে। আমি এ ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি।
আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান, প্রধান শিক্ষকের জিডি নথিভুক্ত করা হয়েছে। কল রেকর্ড পরীক্ষা করে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।