মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে বেগমগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়বাদী শ্রমিক দলের আয়োজনে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, যুগ্ম সম্পাদক আহসান উল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, চৌমুহনী পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী রিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী আদনান হোসেন শিপন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আবু হানিফ সহ আরো অনেকেই।
এ সময় চৌমুহনী পাবলিক হল থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এই সময় বক্তব্যে তারা বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়, উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। উনার হাত ধরেই বাংলাদেশ থেকে শ্রমিকরা প্রবাসে যাওয়ার পথ সুগম হয় যা বাংলাদেশের একটি গৌরবময় অধ্যায়।