ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

‘সাজিদ খান আমার পোশাক খুলতে বলেন’

রুপালি জগতের ঝলমলে আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। এ নিয়ে অনেক তারকা অভিনয়শিল্পী তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবার বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

শুভজিৎ ঘোষের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নবীনা। এ আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘ইশকবাজ’ তারকা। নবীনা বলেন, “আমার জীবনে ভয়ংকর একজন মানুষ এসেছিলেন, যার সঙ্গে আমি কখনো দেখা করতে চাই না, তার নাম সাজিদ খান। গ্ল্যাডরার্গের পরে সে এসেছিল এবং নারীদের অসম্মান করার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল।”

ঘটনার বর্ণনা দিয়ে নবীনা বলেন, “আমি তার ফোন কল পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। তারপর আক্ষরিক অর্থে তিনি বলেন, ‘তুমি কেন তোমার পোশাক খুলছো না! অন্তর্বাস পরে বসো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করো।’ এটা ২০০৪-২০০৬ সালের ঘটনা।”

সাজিদ খানের অফিসে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দেওয়ার স্মৃতিচারণ করে নবীনা বলেন, “তার কথা শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর সাজিদ বলেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর বলি, আপনি যদি দেখতে চান, তবে আমাকে বাড়ি গিয়ে বিকিনি নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি পোশাক খুলতে পারব না। কোনোভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসি। এরপর সে আমাকে অন্তত ৫০ বার ফোন করে জিজ্ঞাসা করেছে যে, আমি কোথায় পৌঁছেছি এবং কেন আসছি না।”

এ ঘটনার এক বছর পর, নবীনা যখন ‘মিসেস ইন্ডিয়া’-তে অংশ নেন, তখন সাজিদ আবারো তার সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে নবীনা বলেন, “সে আমাকে আবারো ফোন করে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি কী করো? একটি চরিত্রের জন্য আমার সঙ্গে তোমার দেখা করা উচিত।’ তারপর আমার মনে হয়েছিল, ‘এই লোকটি এত বেশি নারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে যে, তার মনেও নেই এক বছর আগে সে আমাকে তার অফিসে ডেকেছিল এবং সে আমার সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছিল।”

এবারই প্রথম নয় ২০১৮ সালে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ তুলেন। ‘মি-টু’ আন্দোলনের অংশ হিসেবে অভিযোগ করেছিলেন—অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনি চোপড়া, সাংবাদিক করিশমা উপাধ্যায়। এ তালিকায় এবার যুক্ত হলেন নবীনা।

নবীনার জন্ম ও বেড় ওঠা মুম্বাইয়ে। ভারতনাট্যমে প্রশিক্ষণ নেন তিনি। টিভিতে অভিষেকর আগে মডেলিং করেন। অনেক প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ২০০৭ সালে টিভি সিরিয়ালে অভিষেক ঘটে। ‘মিলে জাব হাম তুম’, ‘জিনি আউর জুজু’, ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন নবীনা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram