হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: প্রযুক্তির বিকাশের সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায়, নীলফামারীর জলঢাকা উপজেলায় এক তরুণ শিক্ষার্থী শাহারিয়ার রিদয় সুমন তৈরি করেছেন “জলঢাকা ই-সেবা” নামের একটি মোবাইল অ্যাপ, যা উপজেলার বিভিন্ন জরুরি তথ্য এবং সেবা এক জায়গায় উপস্থাপন করেছে।
রংপুর ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী সুমন পৌরসভার দক্ষিণ কাজিরহাটের বজলুর রহমানের ছেলে। তিনি জানিয়েছেন, তার জন্মভূমি জলঢাকা উপজেলার মানুষের সমস্যাগুলো সহজভাবে সমাধান করার জন্য এই অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপটিতে বর্তমানে ৪০টি ক্যাটাগরিতে সেবা ও তথ্য সন্নিবেশিত রয়েছে। এর মধ্যে রয়েছে—উপজেলা হাসপাতালের চিকিৎসকদের মোবাইল নম্বর, অ্যাম্বুলেন্স সেবা, কুরিয়ার সার্ভিস, রেস্টুরেন্ট, বাস কাউন্টার, ব্লাড ব্যাংক, ব্লাড ডোনারদের তালিকা, স্থানীয় ফেসবুক গ্রুপ, সরকারি অফিসের তথ্য, বিদ্যুৎ অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পত্রিকার ওয়েবসাইট ঠিকানা, স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার, সাংবাদিকদের নাম এবং আরও অনেক প্রয়োজনীয় সেবা।
এছাড়াও, অ্যাপটিতে জলঢাকার ইতিহাস, ঐতিহ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও যুক্ত করা হয়েছে, যাতে স্থানীয় জনগণ সহজেই সেবা গ্রহণ করতে পারেন।
শাহারিয়ার সুমন জানিয়েছেন, “জলঢাকাবাসী যেন ঘরে বসেই সব দরকারি তথ্য ও সেবা পেতে পারেন, সে চিন্তা থেকেই অ্যাপটি তৈরি করেছি। ভবিষ্যতে আরও নতুন ফিচার সংযুক্ত করা হবে।” অ্যাপটি এখন গুগল ড্রাইভে প্রকাশিত রয়েছে এবং যে কেউ চাইলে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গুগল ড্রাইভের লিংকে যেয়ে ( https://drive.google.com/drive/folders/1-ghns2ONdFh9gnXpkoPJjMtqfCW8g5s6?usp=sharing) অ্যাপটি সংগ্রহ করা যাবে। এছাড়া, অ্যাপটির নিয়মিত আপডেট এবং নতুন সেবার সংযোজনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়ভাবে প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগকে ইতোমধ্যে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। শাহারিয়ার রিদয়ের এই প্রচেষ্টা নিঃসন্দেহে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।