গতকাল ২৭ এপ্রিল ২০২৫ তারিখে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো এই বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশন (Galistair Infinite Aviation)-এর ব্যবস্থাপনায় এই কার্গো ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত স্পেনের জারাগোজা (Zaragoza) শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সিলেট থেকে ইউরোপ ও যুক্তরাজ্যগামী রপ্তানি পণ্যের এই আকাশপথ চালুর মাধ্যমে দেশের বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ ফ্লাইট শুধু সিলেট নয়, বরং গোটা দেশের রপ্তানিকেন্দ্রিক অর্থনীতিকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে দেশের রপ্তানিকারকরা আরও সহজে ও দ্রুত পণ্য প্রেরণ করতে পারবেন, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন (Sk. Bashir Uddin) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারী (H.E. M. Mushfiqul Fazal Ansarey) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান (Nasreen Jahan) । উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমেদ (MD. Hafiz Ahmed) ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপের উদ্দেশ্যে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলো। এটি শুধু একটি আকাশপথের সম্প্রসারণ নয়, বরং আঞ্চলিক অর্থনীতি, রপ্তানি বাণিজ্য ও প্রবাসী সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে সিলেটের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সফল উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পরে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ দ্রুততার সাথে কাটিয়ে উঠা এবং প্রতিযোগিতামূলক বাজারে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, আজ সিলেটের জন্য এক ঐতিহাসিক দিন।
বিশেষ অতিথি মুশফিকুল ফজল আনসারী বলেন, আজ শুধু একজন কূটনীতিক নয়, একজন গর্বিত সিলেটের সন্তান হিসেবে দাঁড়িয়ে আছি। এই কার্গো ফ্লাইট সিলেটের সম্ভাবনা ও প্রবাসীদের ভালোবাসার প্রতিফলন। এটি শুধু পণ্য নয়, আমাদের আশা-ভরসা ও গর্ব বহন করছে।
বিশেষ অতিথি নাসরীন জাহান বলেন, আজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। এই সেবা শুধু সিলেট নয়, সমগ্র দেশের অর্থনীতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলের কৃষিপণ্য, হস্তশিল্প ও রপ্তানিযোগ্য সামগ্রী এখন সরাসরি বৈশ্বিক বাজারে পৌঁছাতে পারবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত একটি আধুনিক কার্গো ওয়্যারহাউজ প্রস্তুত করা হয়েছে, যাতে ব্যবসায়ীরা খুব সহজে, দ্রুত ও সুশৃঙ্খলভাবে তাদের রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই ওয়্যারহাউজ কার্গো পরিচালনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করবে এবং রপ্তানিকারকদের জন্য একটি কার্যকর ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপগামী কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই যুগান্তকারী পদক্ষেপ সিলেটসহ জাতীয় অর্থনীতিকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসক এর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও প্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীদের আহ্বান জানান যাতে এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে পারি। তিনি আরও বলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর পর শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ বিমানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ বেবিচক এর সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।