মদন(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের অপসারণ ও বহিস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল ) বিএনপির একাংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এক মানববন্ধন কর্মসূচি করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক আহবায়ক সাইদুর রহমাস সম্রাট, উপজেলা বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ফজলে এলাহী টুটন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল মনসুরুল আলম আরিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ২০২২ সালের ৯ এপ্রিল নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি, ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেনি তারা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত কর্মী কর্মসূচিতে অংশ গ্রহন করে।
এ ব্যপারে জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী মুঠো ফোনে জানান, কি কারণে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এ বিষয়ে আমি অবগত নই। এ নিয়ে তারা আমাদের সাথে কোন যোগাযোগ করেনি।