ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৩:১২
logo
প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৫

মান্দায় এলজিইডির সিও'সহ ২জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা এলজিইডির এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমসহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আর্থ আত্মসাতের অভিযোগ সিও আবুল কাসেম বিরুদ্ধে আলতাফুন্নেতা নামে এক মহিলা শ্রমিক নওগাঁ আমলী আদালত-২ এ মামলা করেছেন।

মামলার বাদী আলতাফুন্নেসা মান্দা উপজেলার কসব ইউপির চকবালু গ্রামের আলতাব আলী ওরফে পেরুর মেয়ে। অপরদিকে অভিযুক্ত আসামীরা হলেন, মান্দা উপজেলার এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডল (৬০), সুপারভাইজার মোশাররফ হোসেন (৫০) ও মান্দা উপজেলার চকবালু গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৫৪)।

মামলা সুত্রে জানা গেছে, অভিযুক্ত মোশাররফ হোসেন ও রেহেনা বেগমের সহযোগিতায় সিও আবুল কাসেম মন্ডল এলজিইডি অফিসের আরইআরএমপি-৩,ও এলসিএস প্রকল্পের শ্রমিক পদে চাকরি দেওয়ার নামে ৩১ জন মহিলার নিকট থেকে প্রায় ১৯ লক্ষ ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। উক্ত টাকা আত্মসাত করে অনেক অসহায় পরিবার স্বর্বশান্ত করেছেন। উক্ত টাকা ফেরতের জন্য মহিলা শ্রমিকের পক্ষে বাদী হয়ে নওগাঁ আমলী আদালতে ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন আলতাফুন্নেসা নামে এক মহিলা।

এ ব্যাপারে মান্দা এলজিইডি অফিস থেকে এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডলের নিকট জানতে চাইলে, তিনি টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram