হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিম (১২)। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুনাহার বেগমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোতাবিব্বর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “নসিরউদ্দিস্লুইসগেট এলাকা থেকে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নিতে গিয়ে কিশোর ফাহিমকে হত্যা করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।”নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে।