ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

বাংলাদেশের ফুটবল উন্নয়নে জরুরী বিষয়গুলো-২য় পর্ব

বাংলাদেশে ফুটবল দীর্ঘদিন ধরেই জনপ্রিয় খেলা হলেও কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এজন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা (১০ বছর) বাস্তবায়ন জরুরি। নিচে ধাপে ধাপে (স্বল্প, মধ্য ও স্বল্পমেয়াদী) সম্ভাব্য রোডম্যাপ তুলে ধরা হলো:

১. স্বল্পমেয়াদী (২০২৫–২০২৭) প্রাথমিক ভিত্তি স্হাপন:

অবকাঠামোগত সংস্কার:

  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এ স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
  • জেলা ও উপজেলা পর্যায়ে লিগ চালুর রূপরেখা।
  • প্রতিটি জেলায় অন্তত একটি করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্হাপন।

কোচিং ও প্রশিক্ষণ:

  • বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচদের UEFA/ AFC লাইসেন্স কোর্সে পাঠানো।
  • প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ফুটবল বাধ্যতামূলক সহপাঠ কার্যক্রম হিসেবে চালু।

যুব উন্নয়ন:

  • U-13, U-15, U-17 বয়সভিত্তিক একাডেমি স্থাপন।
  • স্থানীয় টুর্নামেন্টগুলোকে বয়সভিত্তিক লিগের সাথে সংযুক্ত করা।

২. মধ্যমেয়াদী পরিকল্পনা (২০২৮–২০৩১) প্রতিভা গঠন ও প্রতিযোগিতা বৃদ্ধি:

দেশীয় লিগ সংস্কার:

  • বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) কে বাণিজ্যিকভাবে আকর্ষণীয় করা (টিভি সম্প্রচার, স্পনসরশিপ, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল)।
  • লিগকে ২–৩ স্তরে ভাগ করা (প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ, ডিভিশন লিগ)।
  • প্রতিটি ক্লাবের জন্য বয়সভিত্তিক দল রাখা বাধ্যতামূলক।

আন্তর্জাতিক অংশগ্রহণ:

  • প্রতিবছর ফিফা উইন্ডোতে কমপক্ষে ৬–৮টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন।
  • সাফ, এশিয়ান গেমস ও এএফসি প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ ও টার্গেট নির্ধারণ।
  • বিদেশি ক্লাব টুর্নামেন্টে খেলোয়াড় পাঠানো (ভারতীয় আইএসএল, মালয়েশিয়া, জাপান, কাতার ইত্যাদি)।
  • ইনফ্রাস্ট্রাকচার গঠন: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীসহ ৫টি শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও প্রশিক্ষণ কেন্দ্র।
  • খেলোয়াড়দের জন্য আধুনিক স্পোর্টস সায়েন্স, মেডিকেল ও ডায়েট সাপোর্ট সিস্টেম।

৩. দীর্ঘমেয়াদী পরিকল্পনা (২০৩২–২০৩৫): বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণ।

জাতীয় দল উন্নয়ন:

  • নিয়মিত এশিয়ান কাপের মূলপর্বে খেলার লক্ষ্য।
  • ২০৩৫ নাগাদ ফিফা র‍্যাংকিং টপ ১০০-এ প্রবেশ।
  • অন্তত ১০–১৫ জন বাংলাদেশি ফুটবলারকে ইউরোপ/এশিয়ার শীর্ষ লিগে খেলার ব্যবস্থা।

ফুটবল অর্থনীতি:

  • কর্পোরেট স্পনসরশিপ ও সম্প্রচার চুক্তির মাধ্যমে ফুটবলকে স্বনির্ভর খাতে পরিণত করা।
  • গ্রামীণ পর্যায়ে ফুটবল থেকে কর্মসংস্থান সৃষ্টি (কোচ, রেফারি, স্টাফ ইত্যাদি)।

নারী ফুটবলে ফোকাস:

  • নারী লিগের প্রসার, বয়সভিত্তিক নারী একাডেমি।
  • দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে শীর্ষস্থান ধরে রাখা এবং এশিয়ান লেভেলে প্রতিযোগিতা করা।

টার্গেট ও মিশন (২০২৫–২০৩৫):

  • ২০২৭: সাফ চ্যাম্পিয়নশিপ জয়।
  • ২০২৯: এএফসি U-19, U-23 মূলপর্বে নিয়মিত খেলা।
  • ২০৩১: এশিয়ান কাপ মূলপর্বে অংশগ্রহণ।
  • ২০৩৩: ফিফা র‍্যাংকিংয়ে ১২০–এর মধ্যে।
  • ২০৩৫: ফিফা র‍্যাংকিংয়ে টপ ১০০, এশিয়ার মাঝারি শক্তি হিসেবে প্রতিষ্ঠা।

বাস্তবায়নের উপায়:
এই রোডম্যাপ বাস্তবায়নে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, বাফুফে, কর্পোরেট স্পনসর, মিডিয়া এবং জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

ক্রমশ…..

লেখক
মোহাম্মদ আসাদুজ্জামান ফারুক
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক ও কলামিস্ট

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram