সরকারি তিতুমীর কলেজে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নেতাদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২৬ মে) রাতে ক্যাম্পাস ও কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল হয়। এতে সন্ত্রাসবিরোধী সকল রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দের দাবিই ছিল সাধারণ শিক্ষার্থীদের। অথচ তাদের ওপর ছাত্রলীগের কায়দায় হামলা চালানো হয়েছে। ছাত্রলীগ যেভাবে হল দখল করত, সেই খেলাফতই ধারণ করেছে ছাত্রদল।
জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনও শুকায়নি— উল্লেখ করে বক্তারা আরও বলেন, প্রকাশ্যে হামলার পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, সোমবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের মারধর করেন ছাত্রদল কর্মীরা। এ সময় এক নারী সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক আমান উল্লাহ আলভী বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছেন।