রাজধানীর চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনায় হত্যাচেষ্টাসহ বিবিধ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। এ মামলায় মার্কেটের পাঁচজনসহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৫০ জন ব্যাবসায়ীকে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি বাকি যারা জড়িত তাদেরকে দ্রুত আইনি আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ।
এর আগে, সোমবার রাত দশটার দিকে চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় দোকানী। এ সময় সেই নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ করে শিক্ষার্থীরা। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যাবসায়ীরা মব সৃষ্টি করে তাদেরকেও মারধর করে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। আর আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন।