

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়; বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে।
শুক্রবার (৩১ অক্টোবর) বৈরুতের দাহিয়ায় লেবাননের ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী অনুষ্ঠান ‘আরদি’-এর উদ্বোধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। খবর মেহের নিউজের।
শেখ নাঈম কাসেম বলেন, ‘দক্ষিণ লেবাননের জনগণই প্রকৃত সার্বভৌম—তারা তাদের ভূমি রক্ষা করেছে এবং এর জন্য বড় ত্যাগ স্বীকার করেছে।’
হিজবুল্লাহ নেতা ভূমি রক্ষার প্রেক্ষাপটে কৃষির গুরুত্বের ওপর জোর দিয়ে জানান, লেবাননের রাষ্ট্রীয় বাজেটের মাত্র ০.৪৫ শতাংশ কৃষিখাতে বরাদ্দ করা হয়।
ওয়াশিংটনের সমালোচনা করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলের লেবাননের জনগণ ও সেনাবাহিনীর ওপর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায়নি।’
তিনি আরও বলেন, ‘ইসরাইলের এসব কর্মকাণ্ড আমাদের প্রতিরোধের ইচ্ছাশক্তিকে নিঃশেষ করতে পারবে না।’
তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরাইলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন।
লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাসেম বলেন, ‘যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়;বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়।’
তিনি আরও বলেন, ‘ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না।’
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘ইসরাইল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারও কাছ থেকে নির্দেশ নিই না, এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না।’

