

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে মডেল থানার শাক্তা ইউনিয়নের আটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা হাজারো মানুষের।
আজ (০১ নভেম্বর ) শনিবার সকাল ৭ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পযন্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের সুচিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ দিতে পেরে আমরা খুশি। এমন আয়োজন আরো ছড়িয়ে দেয়া দরকার। যাতে আরো বেশি অসহায় দুঃস্থ মানুষ এমন চিকিৎসা পায়।
শাক্তা ইউনিয়ন আমীর,মাওলানা আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মাওলানা সানাউল্লাহ, শিক্ষক নেতা আব্দুল বারেক, থানা নায়েবে আমীর মোঃ ইলিয়াছ, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সম্মানিত আমীর আব্দুর রহিম মজুমদার।

